দিনেশেষে সূচক সামান্য বাড়লেও লেনদেনে বড় উত্থান

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। এদিন সেখানে সূচকও কিছুটা বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৬ কোটি ৮২ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ২৯৬ কোটি ৩০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৫৯ পয়েন্টে। আর ডিএসই সূচক ৫.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০০৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫০৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৭টির। আর দর অপরিবর্তিত আছে ৪৯টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – খুলনা পাওয়ার কোম্পানি, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, লাফার্জ হোলসিম সিমেন্ট, স্ট্যান্ডার্ড সিরামিকস, প্রিমিয়ার ব্যাংক, সিটি ব্যাংক, গ্রামীনফোন লিমিটেড ও ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫৪৪ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৮৪ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৯ কোটি ৫৪ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে বেক্সিমকো লিমিটেড ও লাফার্জ হোলসিম সিমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *