শেয়ারবাজারে থামছে না পতন : টানা ১০ দিন নিম্নমূখী সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোনোভাবেই শেয়ারবাজারে দরপতন থামছে না। আগের নয় দিনের মতই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ মে) সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে টানা দশ কার্যদিবস শেয়ারবাজারে দরপতন হলো।

বিনিয়োগকারী এবং বাজার সংশ্লিষ্টদের ধারণা ছিলো, ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনের সঙ্গে চুক্তি সম্পূর্ণ হলেই তার পরদিন থেকে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে। কিন্তু সোমবার বিকেলে রাজধানীর হোটেল লা মেরেডিয়ানে ডিএসই ও চীনের দুই শেয়ারবাজারের সঙ্গে চুক্তি হলেও মঙ্গলবার উভয় বাজারে দরপতন হয়েছে।

আজ মঙ্গলবার ডিএসইতে দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৩৫৫ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে কিছুটা বেড়েছে। এদিন লেনদেন বাড়লেও সূচকের পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন বেড়েছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৫ কোটি ২৯ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৩৩০ কোটি ৮১ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৭২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫২টির। আর দর অপরিবর্তিত আছে ৫৯টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বেক্সিমকো লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, লিগ্যাসি ফুটওয়্যার, কুইন সাউথ, বিএসআরএম লিমিটেড, আরডি ফুড, মুন্নু সিরামিক্স, বিবিএস ক্যাবলস ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

এদিকে মঙ্গরবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৪.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৩৪৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১২১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

এদিন লেনদেন হয়েছে ২৯ কোটি ৮০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৭ কোটি ৯৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে এ্যাপেক্স ফুটওয়্যার ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *