দেশের মাথাপিছু মাসিক আয় ৭,৬১৪ টাকা : বিবিএস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত ছয় বছরে ৯৩ শতাংশের বেশি বেড়ে দেশের মানুষের মাথাপিছু মাসিক আয় দাঁড়িয়েছে ৭,৬১৪ টাকায়। ২০১৬ সালে দেশের মানুষ মাসে গড়ে ৩,৯৩৬ টাকা আয় করতেন। এ হিসাবে ছয় বছরে মাথাপিছু আয় বেড়েছে ৩,৬৭৮ টাকা করে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপ-২০২২-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এসব তথ্য জানা গেছে।

বিবিএস জরিপের তথ্য জানাচ্ছে যে, দেশের প্রতিটি পরিবার মাসে গড়ে ৩২,৪২২ টাকা আয় করে। প্রতি প্ররিবারে চারজনের সামান্য বেশি সদস্য ধরে মাথাপিছু আয় দাঁড়ায় ৭,৬১৪ টাকায়।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ২০১০ সালে দেশের মানুষের মাথাপিছু আয় ছিল ২,৫৫৩ টাকা। পরের ছয় বছরে ৫৪ শতাংশ বেড়ে মাথাপিছু আয় ২০১৬ সালে দাঁড়ায় ৩,৯৩৬ টাকায়।

খানা হিসাবে মাথাপিছু আয় এবার তুলনামূলক বেশি বাড়লেও – পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স উইংয়ের প্রকাশ করা জিডিপির প্রতিবেদনে উল্লেখিত মাথাপিছু আয়ের সঙ্গে প্রতিবেদনটির বড় ফারাক রয়েছে।

জিডিপির প্রতিবেদেনে মাাপিছু বার্ষিক আয় দেখানো হয়েছে ২.৪১ লাখ টাকা, যা মাসিক হিসাবে দাঁড়ায় ২০,০৮৭ টাকা।

তবে মাসিক আয়ে এ বড় পার্থক্যের পেছনে উক্ত দুটি জরিপে ভিন্ন পদ্ধতি অনুসরণ করাকে মূল কারণ হিসেবে ব্যাখ্যা করেন পরিসংখ্যান ব্যুরোর এক কর্মকর্তা।

তিনি বলেন, জিডিপির প্রতিবেদনে এ রাষ্ট্রায়ত্ত সকল অর্থনৈতিক সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মূল্য সংযোজন করা হয়েছে। এখানে ব্যক্তিগত আয়সহ পরিমাণটা তুলনামূলকাভাবে উচ্চ।

সে তুলনায়, খানা জরিপে কোনো সংস্থার মূল্য সংযোজন বাদ দিয়ে শুধু ব্যক্তিগত আয়কে অন্তুর্ভুক্ত করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *