দেশে দুই কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থার করছে : অর্থমন্ত্রী

muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আওয়ামী লীগ আরও একবার ক্ষমতায় এলে দারিদ্র্য দূর করা সম্ভব। তবে তার মন্তব্য, ‘দারিদ্র্য দূর করা একটি বড় চ্যালেঞ্জ। কারণ এখনও দেশে দুই কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থার করছে।’

তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে আমি প্রার্থী হতে চাই না। অবসর সময় কাটাতে চাই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে না করার সুযোগ থাকে না। এ বিষয়ে আগামী এপ্রিলে জানাতে পারবো।’

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে নিজের ৮৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশসেবার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের সেবা করতে হলে মন্ত্রী থাকার দরকার হয় না। তবে মন্ত্রী থাকলে বেশি সেবা করা যায়।’

এসময় ব্যাংকিং খাতে বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেছেন আবুল মাল আবদুল মুহিত। তার মন্তব্য, এ সমস্যার পেছনে সরকার ও ব্যক্তি খাত দুটোই দায়ী। তিনি বলেন, ‘এসব ব্যাপারে বড় বড় বিনিয়োগকারীকে ছাড় দিতে হয়। যে কোনও বিষয়ে তাদের শাস্তি দেওয়া কোনও পদ্ধতি হতে পারে না।’

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অর্থমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *