নির্বাচনের পর শেয়ারবাজার ভালো হবে বলে আইএমএফকে বিএসইসির আশ্বাস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নির্বাচনের পর শেয়ারবাজার পরিস্থিতি ভালো হবে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সফররত আইএমএফ প্রতিনিধি দলকে এমন ধারণা দিয়েছে। বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে, করোনা মহামারির সময়েও শেয়ারবাজারে তারল্য প্রবাহ বেড়েছিল। তবে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। সরকার পরিস্থিতি সামাল দেওয়ার নানা উদ্যোগ নিয়েছে। কমিশন আশা করছে, আগামী নির্বাচনের পর চলতি সংকট কেটে যাবে। তখন শেয়ারবাজারেও তারল্য বাড়বে।

ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে আইএমএফের একটি দল এখন বাংলাদেশ সফর করছে। তারা শর্ত পরিপালনের অগ্রগতি এবং অর্থনৈতিক পরিস্থিতির হালনাগাদ তথ্য জানতে সরকারি ও বেসরকারি পর্যায়ে বৈঠক করছে। এর অংশ হিসেবে গতকাল শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বৈঠক করে। রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আইএমএফের চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। বিএসইসির পক্ষ থেকে নেতৃত্ব দেন সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এ ছাড়া কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, মিজানুর রহমান, আব্দুল হালিম, নির্বাহী পরিচালক সাইফুর রহমান, আনোয়ারুল ইসলাম এবং নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম অংশ নেন।

বৈঠক সূত্র জানায়, সাম্প্রতিক শেয়ারবাজার পরিস্থিতি, নতুন নীতি উদ্যোগ, বন্ড বাজার এবং সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আলোচনার এজেন্ডা ছিল। এর বাইরে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি প্রসঙ্গেও আলোচনা হয়। আইএমএফ প্রতিনিধি দল সরকারের ঊর্ধ্বতন নীতিনির্ধারক এবং কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একাধিক বৈঠকে ডলারের দর এবং ব্যাংকের সুদহার বাজারভিত্তিক করার বিষয়ে পরামর্শ দিয়ে আসছে। কিন্তু শেয়ারবাজারে ফ্লোর প্রাইস আরোপের মাধ্যমে ‘কৃত্রিম বাজার’ তৈরির বিষয়ে কোনো প্রশ্ন তোলেনি বলে জানান বিএসইসির একাধিক কর্মকর্তা। বিএসইসির মুখপাত্রও বলেন, এ বিষয়ে কোনো কথা হয়নি।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *