নূরানী ডায়িংয়ের নিরীক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেডের কারখানা ও করপোরেট কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তারা। এ সময় এক্সচেঞ্জটির কর্মকর্তারা কোম্পানিটির উৎপাদন ও অন্যান্য কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকার প্রমাণ পান। অথচ কোম্পানির আর্থিক প্রতিবেদন ও স্টক এক্সচেঞ্জে দাখিল করা তথ্য বলছে কোম্পানিটির কার্যক্রম চালু আছে।

ডিএসইর পক্ষ থেকে বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অবহিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৮৬তম কমিশন সভায় নূরানী ডায়িংয়ের পর্ষদ পুনর্গঠন করার পাশাপাশি কোম্পানিটির বিগত বছরের নিরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটার শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০১৭ সালের মে মাসে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *