ন্যাশনাল পলিমারের উৎপাদন ক্ষমতা বাড়বে

National_Tubes.jpg_220x220স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল পলিমার লিমিটেডের নতুন মেশিন যুক্ত হলে কারখানার উৎপাদন ক্ষমতা বাড়বে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, কোম্পানিটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে ৩.৮০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের নতুন মেশিন আমদানি করবে। এসব মেশিনে পিভিসি পাইপস, শিট, ডোর, থ্রেড পাইপস ও প্লাস্টিকের নিত্য পন্য উৎপাদন করা হবে।

এসব মেশিনে আগামী ১ আগষ্ট উৎপাদন শুরু হবে। এতে কারখানার উৎপাদন ক্ষমতা ১৯,৭০৮ মেট্রিক টন থেকে বেড়ে ২৯,৫৬২ মেট্রিক টন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *