পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পদ্মা সেতু দিয়ে এবারের ঈদ যাত্রায় একদিনে সর্বোচ্চ টোল আদায়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে। ঈদের ছুটিতে মঙ্গলবার ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৪৫ হাজার ২০৪টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা।

এর মধ্যে মাওয়া প্রান্ত থেকে ৩০ হাজার ৩৩০টি ও জাজিরা প্রান্ত থেকে ১৪ হাজার ৮৭৪টি যানবাহন পারাপার হয়েছে।

এতে নগদ টোল আদায় হয়েছে ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা।

বাকিতে সরকারি প্রতিষ্ঠানের যান পারাপারে টোল রয়েছে ৭০ হাজার ৮৫০ টাকা। আর চলন্ত অবস্থায় ইটিসিএস পদ্ধতিতে টোল জমা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।

এটি পদ্মা সেতু উদ্বোধনের পর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ টোল আদায় বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

পদ্মা সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, এর আগের সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছে গত বছরের ২৭ জুন।

৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপারে ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা টোল আদায় হয় সে সময়।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *