পাকিস্তানি মুদ্রার রেকর্ড দরপতন অব্যাহত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পাকিস্তানকে ‘কঠিন সময়’ বেঁধে দেওয়ার মধ্যেই দেশটির মুদ্রার ঐতিহাসিক দরপতন হয়েছে।

আজ শুক্রবার দেশটির আন্তঃব্যাংক বাজারে ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার মূল্য দাঁড়িয়েছে ২৭৬.৫৮ রুপি।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।

স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের (এসবিপি) বরাত দিয়ে জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, ঋণ পেতে পাকিস্তান সরকারকে ‘কঠিন সময়’ বেঁধে দিয়েছে আইএমএফ।

পেশোয়ারে এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘আইএমএফের প্রতিনিধি দল ইসলামাবাদে আছে (ঋণের বিষয়ে আলোচনা করছে)। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় অকল্পনীয় শর্ত দিয়ে তারা অর্থমন্ত্রীকে কঠিন সময়ের মধ্যে রেখেছে।’

বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক মন্দা মোকাবিলা করতে এবং খেলাপি হওয়া থেকে বাঁচতে পাকিস্তানকে আইএমএফের বেলআউট প্যাকেজ পেতে হবে। আইএমএফ সরকারকে যেসব শর্ত দিয়েছে, সেগুলোর ভিত্তিতে বাজারে প্রভাব পড়েছে।

আইএমএফের শর্ত পূরণ করতে ইতোমধ্যে বেশ কিছু ব্যবস্থা পাকিস্তান সরকার। এগুলোর মধ্যে আছে-ডলারের বিনিময় হারের সর্বোচ্চ সীমা তুলে নেওয়া, জ্বালানির মূল্য ১৬ শতাংশ বাড়ানো এবং এলপিজির দাম ৩০ শতাংশ বাড়ানো।

স্টকমার্কেটবিডি.কম/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *