প্রথমবার ৭ হাজার ছাড়াল ডিএসই সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স প্রথমবারের মত সাত হাজার পয়েন্টের মাইলফলক ছাড়িয়ে গেল। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

নতুন সপ্তাহের প্রথম দিন রবিবার দিনশেষে সূচক ৭১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে সাত হাজার ৫২ পয়েন্টের ঘরে। সূচকের ঘরে ৬ হাজার ৯৮১ দশমিক শূন্য ৬ পয়েন্ট দিয়ে গত সপ্তাহের শেষদিন বৃহস্পতিবারের লেনদেন শেষ হয়েছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জের এই ডিএসইএক্স সূচক চালু হয়েছিল ২০১৩ সালের ২৭ জানুয়ারি। এরপর এই প্রথম তা সাত হাজারের ঘরে পৌঁছাল।

গত ৩০ মে ডিএসইএক্স ৬০০০ পয়েন্টের ঘর ছাড়িয়ে আরও এগিয়ে যেতে থাকে। সেই হিসাবে তিন মাসে এ সূচকে যোগ হল আরও এক হাজার পয়েন্ট।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

সপ্তাহের প্রথম কার্যদিন রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭০৫২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৯.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৭.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৫৩৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৬৮ কোটি ৩৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৪৭৪ কোটি ৩০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২০৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩০টির, আর দর অপরিবর্তিত আছে ৩৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, লাফার্জ হোলসিম বিডি, বেক্স ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, ডরিন পাওয়ার জেনারেশন, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, পাওয়ার গ্রিড, আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও জিপিএইচ ইস্পাত লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৪৯.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৫৭৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ৯৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯৫ কোটি ১৮ লাখ টাকা। । গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৩০ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *