প্রথম ঘন্টায় দুই শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন

suchokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় দিনে ১ম ঘন্টিয় ডিএসই ও সিএসইতে সূচকের উত্থানে লেনদেন চলছে। সোমবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে।

আজ বেলা ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫৪ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১১.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৪.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮০ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৩৮.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪৬০ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *