প্রিমিয়ার লিজিংয়ে প্রশাসক নিয়োগ করলো বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ব্যাংকবহির্ভূত কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারা নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে এবার প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক। কোনো আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের ঘটনা এই প্রথম। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক প্রিমিয়ার লিজিংয়ে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক একেএম মহিউদ্দিন আজাদকে প্রতিষ্ঠানটির প্রশাসক নিয়োগের আদেশে গতকাল সই করেন গভর্নর ফজলে কবির। আজ বুধবার থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির প্রশাসক হিসেবে দায়িত্ব নেবেন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে সবকিছু দেখভালের দায়িত্বে থাকবেন তিনি। এর আগে ২০০৬ সালে তৎকালীন ওরিয়েন্টাল ব্যাংকে প্রশাসক নিয়োগ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। পরে ব্যাংকটির মালিকানা বদল করে আইসিবি ইসলামিক ব্যাংকে রূপান্তর করা হয়। যদিও প্রতিষ্ঠানটি এখনও ধুঁকছে। সূত্র : সমকাল

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *