ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের কার্যক্রম শুরু : চেয়ারম্যান মুশতাক আহমেদ

financialবিশেষ প্রতিবেদক :

দেশের হিসাব-সংশ্লিষ্টদের মধ্যে আলোচিত প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হল। এফআরসির চেয়ারম্যান হিসেবে সিকিউকে মুশতাক আহমেদের কাজে যোগদানের মাধ্যমেই সচল হল প্রতিষ্ঠানটি।

নতুন অর্থবছরের প্রথম কার্যদিবসে তিনি কাজে যোগ দিয়েছেন। জানা গেছে, ১৮ জুন এফআরসির প্রথম চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক নিয়োগপত্র পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব সিকিউকে মুশতাক আহমেদ।

রাজধানীর কাকরাইলে কম্পট্রোলার অব অডিটর জেনারেলের (সিএজি) পুরনো ভবনে গত রবিবার হতে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে কাজ শুরু করেন তিনি।

এফআরসির নতুন চেয়ারম্যান যুগান্তরকে বলেন, দ্রুততম সময়ের মধ্যে এফআরসির গঠনতন্ত্র অনুসারে অন্য সদস্যরাও কাজে যোগ দেবেন। চারটি প্রধান বিভাগের জন্য চারজন নির্বাহী পরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে।

স্থায়ী কার্যালয় থেকে শুরু করে সংস্থার জনবল কাঠামো নির্দিষ্টকরণ, সব শেষ করে আশা করছি চলতি বছরের শেষ প্রান্তিকে আমরা পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করতে পারব।

উল্লেখ্য, দেশের হিসাব ও নিরীক্ষা চর্চা উন্নয়নের লক্ষ্যে ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট (এফআরএ) পাসের পর একই বছরের ৯ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ ও কার্যকর করা হয়।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *