বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বনিন্ম অবস্থানে

goldস্টকমার্কেট ডেস্ক :

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আট সপ্তাহের মধ্যে সর্বনিন্ম পর্যায়ে এসে স্থির হয়েছে। আগস্টে সরবরাহের চুক্তিতে স্বর্ণের আউন্সপ্রতি দাম কমে ১ হাজার ২১৯ ডলার ২০ সেন্ট বা স্থানীয় মুদ্রায় ৯৭ হাজার ৫৩৬ টাকায় (প্রতি ডলার ৮০ টাকা ধরে) নেমে আসে।

এ দাম ১০ মে’র পর সর্বনিন্ম বলে জানিয়েছে ফ্যাক্টসেট। মূলত যুক্তরাষ্ট্রের ইকুইটির ঊর্ধ্বমুখিতার প্রভাবে স্বর্ণের বাজার বিনিয়োগকারীদের কাছে আকর্ষণ হারিয়েছে।

কমোডিটি এক্সচেঞ্জে সোমবার আগস্টে সরবরাহের চুক্তিতে স্বর্ণের আউন্সপ্রতি দাম আগের দিনের চেয়ে ২৩ ডলার ১০ সেন্ট বা ১ দশমিক ৯ শতাংশ কমেছে। গত শুক্রবার স্বর্ণের প্রতি আউন্সের দাম স্থির হয় ১ হাজার ২৪২ ডলার ৩০ সেন্ট বা ৯৯ হাজার ৩৮৪ টাকা।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *