ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়েছে ৮.৭৮ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে বিদেশে অর্থনৈতিক সংকট অব্যাহত থাকায় বর্ধিত মূল্যের কারণে ফেব্রুয়ারিতে বেড়েছে মূল্যস্ফীতি। গত মাসে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.৭৮ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেখা যায় জানুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৭ শতাংশ। মাসের ব্যবধানে ২১ বেসিস পয়েন্ট মূল্যস্ফীতি বেড়েছে।

ফেব্রুয়ারির মূল্যস্ফীতি বাড়ায় গত ৫ মাস ধরে ভোক্তা মূল্যসূচকে যে পড়তি ছিল তা আবারো বাড়ল।

তবে গত বছরের আগস্টে মূল্যস্ফীতি ৯ দশমিক ৫২ শতাংশে পৌঁছেছিল, যা ছিল গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।

স্টকমার্কেটবিডি.কম/////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *