বাংলাদেশসহ ছয় দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্র্রের সতর্কতা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) আরও ছয়টি দেশকে করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ভ্রমণ সতর্কতা জারি করেছে। উচ্চ ঝুঁকিতে থাকা ছয় দেশের মধ্যে বাংলাদেশও আছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বাংলাদেশ ছাড়াও এই তালিকায় রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি, হন্ডুরাস ও এলসালভাদর।

করোনার ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে সিডিসি। এর মধ্যে লেভেল-৩ (উচ্চ ঝুঁকিপূর্ণ), লেভেল-২ (মাঝারি ঝুঁকির), লেভেল-১ (কম ঝুঁকিপূর্ণ)। বাংলাদেশসহ ওই ছয়টি দেশ লেভেল-৩ এ রয়েছে।
বিশ্বের যেসব দেশে গত ২৮ দিনে প্রতি এক লাখ মানুষের মধ্যে ১০০ জনেরও বেশি করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে সেসব দেশকে লেভেল-৩ ক্যাটাগরিতে যুক্ত করেছে সিডিসি। আর লেভেল-৩ ক্যাটাগরিতে সিডিসির তালিকায় ১২০টিরও গন্তব্যের নাম রয়েছে।

সূত্র: সিএনএন

স্টকমার্কেটবিডি.কম//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *