বাংলাদেশের উন্নয়ন মডেলে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে: পরিকল্পনামন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ উন্নয়নের যে মডেল অনুসরণ করছে তাতে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। আজ বুধবার বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিআইডিএস) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বৈষয়িক বাস্তবতার আলোকে বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে চলছে, সংগত কারণে এতে বৈষম্য বাড়ছে।’

‘তবে, বাস্তব বিবেচনায় এটা অনুসরণ না করার কোন বিকল্প নেই,’ যোগ করেন তিনি।

এম এ মান্নান বলেন, ‘মনে হয় না উই আর রং বাট উই আর ট্র্যাপড ইন দ্যাট স্পিড, যেখানে ইনিশিয়ালি বৈষম্য বাড়ার কথা।’

‘এ বৈষম্য খুব সহসা কমবে, এমন সম্ভাবনা কম,’ বলেও মন্তব্য করেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *