বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন ফরদুল আহমেদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন এম. ফরদুল আহমেদ। এর আগে তিনি উপ-মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার তাকে এ পদোন্নতি দেয়া হয়েছে বলে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

ফরদুল আহমেদ ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে অফিসার হিসেবে যোগদান করেন। চাকরিকালীন সময়ে মতিঝিল অফিস, প্রশাসন বিভাগ, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং ব্যাংক পরিদর্শন বিভাগে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি।

ফরদুল আহমেদ ১৯৬৪ সালে গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম নিজড়া গ্রামে জন্মগ্রহণ করেন। গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

স্টকমার্কেটবিডি.কম/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *