বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়বে : ভারতের হাইকমিশনার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

বাংলাদেশ-ভারতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেন, দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)।

রাজধানীর গুলশান-২ নম্বরে গতকাল শুক্রবার স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ঢাকা শাখার নতুন ভবনের উদ্বোধন করেন বিক্রম দোরাইস্বামী। এখন থেকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের অনাবিল টাওয়ারে এসবিআইয়ের ঢাকা শাখার কার্যক্রম চলবে। গতকাল ছিল এসবিআইয়ের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য-বিনিয়োগের প্রসারে এসবিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুই দেশের বাণিজ্যের জন্য ঋণপত্র খোলার ক্ষেত্রেও ব্যাংকটি ভালো কাজ করছে। বাংলাদেশে এসবিআইয়ের ১০ হাজারের বেশি গ্রাহক রয়েছে।

ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নতুন ভবনের উদ্বোধন করেন বিক্রম দোরাইস্বামী। এ সময় কান্ট্রি হেড অব এসবিআই বাংলাদেশ অপারেশন প্রকাশ চন্দ সাবু উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *