বাজারে ১৫০০০ কোটি টাকার নতুন নোট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও নতুন নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছর ১৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। গত রোববার থেকে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ অঞ্চলের ৩২ ব্যাংকের ৪০টি শাখার মাধ্যমে নতুন টাকার বিনিময় শুরু হয়েছে।

এ কার্যক্রম চলবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে চার ধরনের নতুন নোট (৫, ১০, ২০ ও ৫০ মূল্যমানের নোট) বিশেষ ব্যবস্থায় বিনিময় করতে পারবেন। তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না।

নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনো পরিমাণ ধাতব মুদ্রা নিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগের পরিচালক সারওয়ার হোসেন বলেন, ১৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হচ্ছে। এ সমপরিমাণ টাকার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক নতুন টাকা দিচ্ছে ব্যাংকগুলোকে। তিনি বলেন, নিয়ম অনুযায়ী, একজন সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকার নতুন নোট নিতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/আ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *