বাণিজ্য মন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন ডিবিএ প্রতিনিধিদল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি’র সাথে সাক্ষাৎ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বুধবার (১০ মার্চ, ২০২১) এসোসিয়েশনের সভাপতি শরীফ আনোয়ার হোসেনের নেতৃত্বে ডিবিএ’র পরিচালনা বোর্ডের একটি প্রতিনিধি দল বাণিজ্যমন্ত্রীর সাথে তার বেইলি রোডের সরকারী দপ্তরে সাক্ষাৎ করেন। এ সময় দু’পক্ষের মধ্যে শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলাপ হয়।

শরীফ আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, শেয়ারবাজারের উন্নয়ন ও অগ্রগতিতে ব্রোকারেজ হাউজ গুরুত্ব ও ভূমিকা অপরিসীম। ব্রোকারেজ হাউজই একমাত্র প্রতিষ্ঠান যারা বিনিয়োগকারীদের বিও একাউন্ট খোলার মাধ্যমে তাদের শেয়ার ক্রয়-বিক্রয়ের কাজে সরাসরি সম্পৃক্ত থেকে নিরলস সেবা দিয়ে যাচ্ছে। ব্রোকারেজ হাউজের এরূপ সেবা ও কার্যক্রমে বিনিয়োগকারীদের আস্থার জায়গা থেকেই তারা নিশ্চিন্তে ব্রোকারেজ হাউজে আসে এবং বিনিয়োগ কর্মকান্ডে যুক্ত হয়।

ডিবিএ’র সভাপতি দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন এবং সম্প্রসারনে শেয়ারবাজারের ভূমিকা ও গুরুত্বের কথা তুলে ধরেন এবং শেয়ারবাজারের সাথে সম্পৃক্ত সকল অংশীজনদের ব্যবসায়িক উন্নয়ন ও অগ্রগতির অন্তরায় বিরাজমান সমস্যার সমাধানে মন্ত্রীর নিকট সহযোগীতা কামনা করেন।

এ সময়ে বাণিজ্য মন্ত্রী ডিবিএ নেতৃবৃন্দের কথা গভীর মনোযোগের সহিত শুনেন এবং তার মন্ত্রনালয় ভিত্তিক শেয়ারবাজার সংক্রান্ত যে কোন বিষয়ে সর্বাত্বক সহযোগীতা প্রদানের আশ্বাস দেন।

সভায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও, ভাইস প্রেসিডেন্ট মো. সাজিদুল ইসলাম, পরিচালক মো. সাইফুদ্দিনসহ ডিবিএর অন্যান্য পরিচালকগণ শেয়ারবাজারের সমস্যা, সমাধান ও সম্ভাবনা নিয়ে ইতিবাচক বক্তব্য রাখেন।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *