বারাকা পাওয়ার চট্টগ্রামে নতুন বিদ্যুৎ প্লান্টে বিনিয়োগ করবে

baraka-smbdস্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে জ্বালানি ও বিদ্যুৱ খাতের তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের পরিচালক বোর্ড চট্টগ্রামে কর্ণফুলী পাওয়ার লিমিটেডে ২৫ শতাংশ বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি জানিয়েছে, গত ৮ অাগস্ট বাংলাদেশ বিদ্যুৱ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কর্ণফুলী পাওয়ার লিমিটেডকে চুক্তি চূড়ান্তের পূর্ববর্তী  পত্র লেটার অব ইনটেন্ট (এলওঅাই) পাঠিয়ে এ বিষয়ে লিখিত পরামর্শ দিয়েছে। বারাকা পাওয়ার লিমিটেডের সাবসিডিয়ারি বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের কর্ণফুলী পাওয়ার লিমিটেডে ৫১ শতাংশ মূলধন রয়েছে।

চট্টগ্রামের শিকলবাহাতে প্রকল্পটি নির্মিত হচ্ছে। এ প্রকল্পের মেয়াদ হবে বাণিজ্যিক কার্যক্রম শুরু দিন থেকে (সিওডি) অাগামী ১৫ বছর। নির্মাণ, মালিক ও পরিচালন ভিত্তিতে (বিওও) উচ্চ জ্বালানি তৈল চালিত ১১০ মেগাওয়াট ধারণক্ষমতা সম্পন্ন এ আইপিপি পাওয়ার প্লান্ট প্রকল্প বাস্তবায়িত হবে।  নতুন এই বিদ্যুৱ প্লান্টের প্রয়োজনীয় বাণিজ্যিক কার্যক্রম শুরু (সিওডি) হতে চুক্তি স্বাক্ষরের দিন থেকে অারও ১৫ মাস লাগবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *