বিএসইসিকে জবাব দিতে ডিএসই’র সময়ক্ষেপন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থপনা পরিচালক (এমডি) নিয়োগ নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অবস্থান জানতে চাইলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসিকে এর জবাব দিতে ডিএসই’র সময়ক্ষেপন করার অভিযোগ উঠেছে।

বিএসইসির নির্ধারণ করে দেওয়া সময়ের মধ্যে এমডি নিয়োগে ব্যর্থ হওয়ায় ডিএসইকে একটি চিঠি দেয়। সম্প্রতি এই চিঠিতে ডিএসই কি করতে চায় – তা জানতে চাওয়া হয়।

বিএসইসির মূখপ্রাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, ডিএসইর পরিচালনা বোর্ডকে প্রতিষ্ঠানটির এমডি নিয়োগের জন্য ৯০দিন সময় দেওয়া হয়েছিল। এই সময়সীমার মধ্যে তারা এমডি নিয়োগ করতে পারে নাই। ডিএসই পরিচালনা বোর্ডের নিকট এর কারণ জানতে চেয়েছে বিএসইসি।

এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত এমডি আব্দুল মতিন পাটোয়ারি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিএসইসির চিঠির জবাব দেওয়া হবে।

ডিএসইর এমডি পদটি গত ৭ জানুয়ারি হতে শূণ্য রয়েছে। সাবেক এমডি কাজী সানাউল হক পদত্যাগ করায় এই পদটি শূণ্য ঘোষণা করা হয়।

কাজী সানাউল হক গত ৮ অক্টোবর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দেন। যা ৭ জানুয়ারি থেকে কার্যকর হয়।

এর পরে গত নভেম্বর মাসে ডিএসই একটি নিযোগ সার্কুলার প্রকাশ করে। এসময় ২১ জন প্রার্থী এই এমডি পদে আবেদন করেন।

এর মধ্যে ছোটো তালিকা করে ৭ জনকে ইন্টারভিউয়ের জন্য আহবান করে ডিএসই। এদের মধ্যে থেকে যাচাই বাছাই করে একজনকে এই পদে নিয়োগের জন্য বিএসইসির নিকট সুপারিশ করলে বিএসইসি তা নাকচ করে দেয়।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *