বিটকয়েনে টেসলার ১৫০ কোটি ডলার বিনিয়োগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনে ১৫০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা। বিনিয়োগের পাশাপাশি ক্রেতাদের কাছ থেকে বিটকয়েন গ্রহণ করবে কোম্পানিটি। এতে গত সোমবার বিটকয়েনের মান রেকর্ড সর্বোচ্চে দাঁড়িয়েছে।

কয়েক সপ্তাহ ধরেই টুইটারে বিটকয়েন নিয়ে লেখালেখি করছিলেন টেসলার প্রতিষ্ঠাতা ইলোন মাস্ক। এতে ক্রিপ্টোকারেন্সিতে তার বিনিয়োগের আভাস স্পষ্ট হয়ে উঠেছিল। মহামারী চলাকালেই অনেক ধনকুবের বিটকয়েনে বিনিয়োগ করেছেন। অনলাইন লেনদেনের পাইওনিয়ার মাস্ক কবে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করবেন তার অপেক্ষায় ছিলেন খাতসংশ্লিষ্টরা।
চলতি বছরে বিটকয়েনের মূল্য প্রায় ৫০ শতাংশ বেড়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এখনো বিটকয়েনের বাজার অস্থিতিশীল এবং তা অবৈধ খাতে ব্যবহারের ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা নীতিনির্ধারকদের।

করপোরেট খাতে নিয়মিত বিস্ময়জাগানিয়া কাজ করা মাস্ক অনেকটা ব্যতিক্রমভাবেই বিটকয়েনে বিনিয়োগের সংবাদ শেয়ার করেন। টুইটারে নিজের বায়োতে হ্যাশ ট্যাগ দিয়ে স্রেফ বিটকয়েন শব্দ লিখে দেন।

এদিকে কোম্পানি হিসেবে টেসলা এক বিবৃতিতে জানায়, কোম্পানির লিকুইডিটি বৃদ্ধি প্রয়াসের অংশ হিসেবে বিটকয়েন কেনা হচ্ছে।

সূত্র: এএফপি

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *