বিদ্যুৎ আমদানিতে সম্মত বাংলাদেশ-নেপাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিতে ২৫ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে বাংলাদেশ ও নেপাল। রবিবার (৯ জুলাই) নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের একজন কর্মকর্তার বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে দ্য কাঠমুন্ডু পোস্ট।

কাঠমুন্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, বিদ্যুতের শুল্ক আরোপের বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা না হলেও, চুক্তির মেয়াদ স্থির হয়েছে। এর ফলে বাংলাদেশে নেপালের বিদ্যুতের দীর্ঘ মেয়াদি বাজার নিশ্চিত হবে।

এনইএর ব্যবস্থাপনা পরিচালক কুল মান ঘিসিং বলেছেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ রফতানি চুক্তিতে স্বাক্ষর করতে সম্মত হয়েছি। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে আমাদের প্রস্তাব সামঞ্জস্যপূর্ণ।’

নেপাল ইলেকট্রিসিটি অথরিটির পাওয়ার ট্রেড ডিরেক্টর প্রবাল অধিকারীর মতে, এর আগে ঘাটতি মেটাতে নেপাল বিদ্যুৎ আমদানি করার জন্য বাংলাদেশকে একটি প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশ তাতে সাড়া দিয়ে একটি পাঁচ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরের কথা জানায়। কিন্তু ঘিসিংয় জানান, ‘অবশেষে বাংলাদেশ ২৫ বছরের চুক্তিতে সম্মত হয়েছে।

নেপাল ও বাংলাদেশ হাই-ভোল্টেজ বহরমপুর-ভেড়ামারা ক্রস-বর্ডার ট্রান্সমিশন লিঙ্কের মাধ্যমে বিদ্যুৎ বাণিজ্যের অনুমতি দেওয়ার জন্য ভারতকে অনুরোধ করার সিদ্ধান্ত নিয়েছে। নেপাল ইলেকট্রিসিটি অথরিটি যাতে তারা ৫২.৪ মেগাওয়াট লিখু-৪ প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করতে পারে সেজন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছে।

স্টমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *