বিপুল পরিমাণ নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন হবে: নসরুল হামিদ

yyyস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জ্বালানি খাতের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারের ফলে ভবিষ্যতে বিপুল পরিমাণ নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন হবে। তখন হয়তো দেখা যাবে একহাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ গ্রিডে যোগ হচ্ছে। আবার কোনও একসময় হঠাৎ আবহাওয়া খারাপ হলে উৎপাদন বন্ধ হচ্ছে। এই পিরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত পন্থা হচ্ছে স্মার্ট গ্রিড সিস্টেম। সরকার স্মার্ট গ্রিড নিয়ে চিন্তা শুরু করেছে।’

রবিবার (১৮ মার্চ) রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী প্রাইস ওয়াটার হাউজ কুপারস (পিডব্লিউসি) ও ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের (বিআইপিপিএ) যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘ভবিষ্যতে চাহিদা বিবেচনায় বিদ্যুতের বিতরণ এবং সঞ্চালনখাতে বেসরকারি অংশগ্রহণ সৃষ্টি হতে পারে। এছাড়া এই খাতকে পৃথকভাবে নিয়ন্ত্রণের জন্য একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠন করা হবে। এতে যারা উৎপাদন করবেন, তাদের হাতে আর নিয়ন্ত্রণ থাকবে না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সাধারণত তিন ধাপে পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করছি। প্রথমত তরল জ্বালানিনির্ভর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। দ্বিতীয় ধাপে দ্বৈত জ্বালানিনির্ভর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চলছে। আর দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে আসছে পারমাণবিক বিদ্যুৎ। আমরা যত দ্রুত ধাপগুলো অতিক্রম করতে পারবো, তত দ্রুতই কম দামে বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাবে।’ শহরাঞ্চলে আমাদের বিদ্যুৎ চাহিদা বছরে অন্তত ২০ ভাগ বাড়ছে বলে জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *