বিশ্ববাজারে আবারো বাড়ল জ্বালানি তেলের দাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউক্রেনে রাশিয়ার আক্রমণে সৃষ্ট উদ্বেগ কমাতে নানা পদক্ষেপ নেওয়া সত্ত্বেও বিশ্ববাজারে আরও বেড়েছে জ্বালানি তেলের মূল্য। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য প্রতি ব্যারেল ১১০ মার্কিন ডলারে পৌঁছেছে। সাত বছরের মধ্যে এটি সর্বোচ্চ মূল্য।

এর আগে ইউক্রেন-রাশিয়া সংঘাতের মধ্যে গত ২৫ ফেব্রুয়ারি ২০১৪ সালের পর অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ৮ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়ায়। খবর বিবিসি অনলাইন।

বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক এনার্জি অ্যাজেন্সির সদস্যরা জরুরি মজুদ থেকে ৬০ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল ছাড়ে সম্মত হওয়ার পরও এই মূল্য বৃদ্ধির ঘটনা ঘটলো।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *