বিসিক প্লাস্টিক এবং মুদ্রণ শিল্পনগরী প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে : শিল্পমন্ত্রী

amuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, চলতি অর্থবছরে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় ‘বিসিক প্লাস্টিক শিল্পনগরী’ এবং ‘বিসিক মুদ্রণ শিল্পনগরী’ শীর্ষক দু’টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে ।

তিনি আজ সংসদে সরকারি দলের সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ৭৪৭টি প্লটে ৭৩৫টি শিল্প ইউনিট স্থাপিত হবে এবং ৩৩ হাজার ২শ’ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে।

আমির হোসেন আমু বলেন, এছাড়া সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি বাফার গোডাউন নির্মাণের কার্যক্রম চলছে।

সরকারি দলের এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর আওতায় মুদ্রণ শিল্পের জন্য একটি পৃথক শিল্প নগরী স্থাপনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *