বেসিক ব্যাংক জালিয়াতির চার্জশিট না হওয়ায় হাইকোর্টের ক্ষোভ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পাঁচ বছরেও বেসিক ব্যাংকের সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতি মামলার চার্জশিট না হওয়ায় ক্ষোভ জানিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে ব্যাংকটির কর্মকর্তা মোহাম্মদ আলীকে জামিন দেয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে শুনানি হয়।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ সালের ডিসেম্বরে বেসিক ব্যাংকের মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ২ হাজার ৭শ’ কোটি টাকা। ২০১৩ সালের মার্চে এর পরিমাণ দাঁড়ায় ৯ হাজার ৩৭৩ কোটি টাকায়। ওই ৪ বছর ৩ মাসে ব্যাংকটি ৬ হাজার ৬৭৩ কোটি টাকা ঋণ দেয়, যার প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকাই অনিয়মের মাধ্যমে দেয়া হয়েছে।

এদিকে, গত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রয়ত্ব আর্থিক প্রতিষ্ঠান বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির তিন হাজার ১শ’ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে বলে জানিয়েছে দুদক।

হাইকোর্টে জমা দেয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়ে।

প্রতিবেদনে উচ্চ আদালতকে জানানো হয়, প্রতিষ্ঠানটির ৪ হাজার ১শ’ কোটি টাকা ঋণ জালিয়াতির মধ্যে ৩১০০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। বাকি ১ হাজার কোটি টাকার হদিস মিললেই ৫৬ মামলার চার্জশিট দেয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *