ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের সুদহারও নামবে সিঙ্গেল ডিজিটে

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংকের মতো এবার আর্থিক প্রতিষ্ঠানগুলোও সুদহার এক অঙ্ক (সিঙ্গেল ডিজিটে) নামিয়ে আনবে। আগামী এক সপ্তাহের মধ্যে নিজ নিজ পর্ষদে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

এক্ষেত্রে প্রাথমিকভাবে রফতানি, উৎপাদনশীল খাত ও নারী উদ্যোক্তা ঋণে এই সিদ্ধান্ত কার্যকর হবে। পর্যায়ক্রমে অন্য সব ঋণেও সুদহার কমবে। ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের এমডিদের নিয়ে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে মঙ্গলবার এ সিদ্ধান্ত হয়।

এর আগে ২০ জুন ব্যাংক মালিকদের সংগঠন বিএবি সিঙ্গেল ডিজিট সুদে ঋণ দেয়ার ঘোষণা দেয়। এরপরের দিন তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দেখা করে আর্থিক প্রতিষ্ঠানের সুদহার কমানোর উদ্যোগ নেয়ার অনুরোধ করে।

ওইদিনই গভর্নর ফজলে কবির আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) কয়েকজন নেতার সঙ্গে অনির্ধারিত একটি বৈঠক করেন। বৈঠকে সুদহার কমানোর উদ্যোগ নিতে বলেন।

পরবর্তীকালে আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেরা বসে সুদহার ঠিক করে বাংলাদেশ ব্যাংকে বৈঠকের কথা বলেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বৈঠকে এমডিরা ছাড়াও বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা এসকে সুর চৌধুরী, ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান, আহমেদ জামালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আবু হেনা মোহা. রাজী হাসান সাংবাদিকদের বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোও সুদহার সিঙ্গেল ডিজিটে (সর্বোচ্চ ৯ শতাংশ) নামিয়ে আনবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *