ব্র্যাক ব্যাংকের নতুন চেয়ারম্যান আহসান এইচ মানসুর

Mansur20190826205919স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থনীতিবিদ ড. আহসান এইচ মানসুরকে ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এর আগে তিনি ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ছিলেন। স্যার ফজলে হাসান আবেদের স্থলাভিষিক্ত হলেন তিনি।

ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ এরই মধ্যে ব্যাংকটির পর্ষদের দায়িত্ব থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সোমবার ব্র্যাক ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরিচালনা পর্ষদের এই পরিবর্তন সোমবার থেকেই কার্যকর হবে। আহসান এইচ মানসুর ২০১৭ সালে ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে পরিচালনা পর্ষদে যোগদান করেন। তিনি ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে আন্তর্জাতিক অর্থ তহবিলে (আইএমএফ) দীর্ঘ কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

১৯৮১ সালে তিনি আইএমএফে যোগদান করেন। ১৯৮২ সালে কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন ওন্টারিও থেকে অর্থনীতিতে (জেনারেল ইকুলিব্রিয়াম) পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ জীবনে তিনি আইএমএফের কর্মকর্তা হিসেবে মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও সেন্ট্রাল আফ্রিকার বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

স্টকমার্কেটবিডি.কম/এম.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *