ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৩২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮৮ লাখ ৭১ হাজার ৮৩৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪০ কোটি ৪১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমো লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আলআরাফাহ্ ইসলামী ব্যাংক ৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ফরচুন সুজ ৩১ কোটি ৮১ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই, বীকন ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, বিএসসিসিএল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, ডাচ বাংলা ব্যাংক, জিবিবি পাওয়ার, গ্লোবাল ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল, লংকা বাংলা ফাইন্যান্স, ম্যাকসন্স স্পিনিং মিলস, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট, নর্দার্ণ ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, এনআরবিসি ব্যাংক, অলিস্পিক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, প্রইম টেক্সটাইল, স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, সাউথইষ্ট ব্যাংক, স্কয়ার ফার্মা, এসএস স্টীল, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *