ব্লক মার্কেটে লেনদেন ৭০ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৩৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৪২ লাখ ৪৬ হাজার ১৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭০ কোটি ৬৮ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

মার্কেন্টাইল ব্যাংক ১৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স ৫ কোটি ৮১ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, এডিএন টলিকম, এপেক্স ট্যানারি, এশিয়া ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, বীকন ফার্মাসিউটিক্যালস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ডেল্টা ব্রাক হাউজিং, ঢাকা ইন্স্যুরেন্স, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, হাক্কানী পাল্প ও পেপার মিলস, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল পলিমার, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরডি ফুড, সাফকো স্পিনিং মিলস, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, স্টান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *