ব্লক মার্কেটে ৬২ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৪৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৫ লাখ ৮১ হাজার ৬৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬২ কোটি ১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিডি ফাইন্যান্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আনোয়ার গ্যালভানাইজিং ১৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

কে অ্যান্ড কিউ ৪ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, এসিআই, অ্যাক্টিভ ফাইন,আলিফ ম্যানুফ্যাকচারিং, আমান ফিড, এশিয়া ইন্স্যুরেন্স, বিএটবিসি, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বিএসআরএম স্টিল লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ণ লুব্রিকেন্টস, ফার্স্ট ফিন্যান্স, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, জিপিএইচ ইস্পাত, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইএফআইসি ব্যাংক, কে অ্যান্ড কিউ, মতিন স্পিনিং, মুন্নু সিরামিকস, ন্যাশনাল ব্যাংক, নর্দার্ণ ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ফনিক্স ফাইন্যান্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট, আরডি ফুড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, সাউথইস্ট ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *