ভারতে ইলিশ রপ্তানি স্থায়ীভাবে বন্ধে রিট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রপ্তানির কারণে দেশের বাজারে দাম বাড়ার অভিযোগ এনে ভারতসহ অন্যান্য দেশে স্থায়ীভাবে ইলিশ রপ্তানি বন্ধে রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন আইনজীবী মো. মাহমুদুল হাসান।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়ে আইনজীবী মাহমুদুল হাসান বলেন, আবেদনে বাণিজ্য, মৎস্য ও প্রাণিসম্পদ, পররাষ্ট্র, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।

রিটে ভারতে ইলিশ রপ্তানি প্রতিরোধে ও বিরত থাকতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে ভারতসহ অন্যান্য দেশে স্থায়ীভাবে ইলিশ রপ্তানি বন্ধে নির্দেশনা চেয়ে আবেদন করা হয়েছে।

এছাড়া সাশ্রয়ী মূল্যে জনগণের মধ্যে ইলিশ বিক্রির ব্যবস্থা করতে মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের প্রতি নির্দেশনা দেওয়ার আর্জি জানানো হয়েছে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর এ বিষয়ে সরকারকে আইনি নোটিশ দিয়েছিল এ আইনজীবী।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *