ভারত থেকে মরিচ আমদানি বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বাজারে চাহিদা থাকায় ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে কাঁচা মরিচের আমদানি। আমদানি বাড়লেও পাইকারি ও খুচরা বাজারে কমছে না পণ্যটির দাম। তবে কাঁচা মরিচের আমদানি স্বাভাবিক থাকায় দাম কমে আসবে বলে আশা ব্যবসায়ীদের।

দেশে কাঁচার মরিচের উৎপাদন নষ্ট হওয়ায় বাজারে কমেছে সরবরাহ। সেইসঙ্গে বেড়েছে পণ্যটির দাম। তবে দাম ক্রেতার নাগালে রাখতে চলছে ভারত থেকে কাঁচা মরিচের আমদানি।

এই বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি বাড়লেও বাজারে কমছে না পণ্যটির দাম। পাইকারি ও স্থানীয় খুচরা বাজারে আমদানি করা কাঁচা মরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১১০ টাকা থেকে ১২০ টাকা কেজি দরে। আমদানি বাড়লেও দাম না কমায় বিপাকে পড়তে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

আমদানি করা এসব কাঁচা মরিচ সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আমদানি বাড়ায় পণ্যটির বেচাকেনা বেড়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।

স্টকমার্কেটবিডি/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *