ভোজ্য তেলসহ ৪ পণ্যে শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মন্ত্রীরা কী কাজ করেছেন তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে জানতে চান তিনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

মাহবুব হোসেন বলেন, রমজান উপলক্ষে ভোজ্য তেল, চিনি, চাল, খেজুর―এই চার পণ্যে শুল্ক হ্রাসের কথা বলেছেন প্রধানমন্ত্রী। একই সাথে এই চার পণ্য সরবরাহ নিশ্চিতের কথা বলেছেন। সরবরাহ ক্ষেত্রে ঘাটতি যেন না থাকে। সমন্বিতভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন।

মন্ত্রিপরিষদসচিব বলেন, ‘স্থায়ী কাঠামো পাচ্ছে দ্রুত বিচার আইন। ২০০২ সালে করা এই আইন আগে দুই বছর পর পর মেয়াদ বাড়ানো হতো। মন্ত্রিসভা আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন ২০২৪-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।’

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *