ভোমরা স্থলবন্দর দিয়ে এসেছে ৯৯০ মেট্রিকটন পিঁয়াজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমদানির অনুমতি পাওয়ার দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার বিকাল ৫ টা পর্যন্ত সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৩৩ টি ট্রাকে ৯৯০ মেট্রিকটন ভারতীয় পিঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে।

ভারতের ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে দেশে প্রবেশ করে পিঁয়াজ ভর্তি এসব ট্রাক। তবে, আজ বিকাল সাড়ে ৬ টা পর্যন্ত মোট ৬৫টি পিঁয়াজের ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করবে বলে জানিয়েছেন আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন ভোমরা সিএন্ড এফ এ্যাসোসিয়েশন।
গতকাল সোমবার এ বন্দর দিয়ে ১১টি ট্রাক যোগে ৩৩০ মেট্রিকটন পিঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, ভারতের ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে গত কাল থেকে এ পর্যন্ত মোট ৪৪টি ট্রাকে ১৩২০মেট্রিকটন পিঁয়াজ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে প্রবেশ করেছে। গতকাল ১১টি ট্রাকে ও আজ বুধবার বিকেল ৫টা পর্যন্ত ৩৩ ট্রাকে পিঁয়াজ বাংলাদেশে প্রবেশ করে।

ভোমরা স্থলবন্দর শুল্ক ষ্টেশনের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে এপর্যন্ত ১৩২০মেট্রিকটন পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *