মার্চে ইরাকের জ্বালানি তেল রফতানি ৫০ বছরের সর্বোচ্চ

স্টকমার্কেটবিডি ডেস্ক:

গত মার্চে ১ হাজার ১০৭ কোটি ডলারের জ্বালানি তেল রফতানি করেছে ইরাক। দেশটির ৫০ বছরের ইতিহাসে যা সর্বোচ্চ। শুক্রবার দেশটির জ্বালানি তেল মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগ গ্রহণ করেছে ইরাকের মতো রফতানিকারক দেশ। খবর রয়টার্স।

ইরাকের জ্বালানি তেল মন্ত্রণালয় জানায়, গত মার্চে ১০ কোটি ৫ লাখ ৬৩ হাজার ৯৯৯ ব্যারেল জ্বালানি তেল রফতানি করেছে ইরাক। এর মাধ্যমে ১ হাজার ১০৭ কোটি ডলার আয় করেছে ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উত্তোলনকারী দেশটি। ১৯৭২ সালের পর জ্বালানি তেল রফতানিতে সর্বোচ্চ আয় করল উপসাগরীয় দেশটি।

গত ফেব্রুয়ারিতে ৮৫০ কোটি ডলারের জ্বালানি তেল রফতানি করেছিল ইরাক, যা দেশটির আট বছরের ইতিহাসে সর্বোচ্চ। ওই মাসে দৈনিক তেল রফতানি হয়েছে ৩৩ লাখ ব্যারেল। ইরাকের আয়ের ৯০ শতাংশেরও বেশি আসে জ্বালানি তেল রফতানি করে।

২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। গত মার্চের শুরুতে জ্বালানি তেলের মূল্য ব্যারেলপ্রতি ১৪০ ডলারে দাঁড়িয়েছে। অবশ্য তার পর থেকে তেলের দাম পড়তে শুরু করেছে। শুক্রবার ব্যারেলপ্রতি ১০০ ডলারে বিক্রি হয়েছে।

সৌদি আরবের পর দ্বিতীয় বৃহৎ জ্বালানি তেলের মজুদ থাকলেও যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নিয়মিত জ্বালানি সংকট দেখা দিচ্ছে। নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হচ্ছে চার কোটি জনসংখ্যার দেশটি।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *