মার্জিনধারীদের তথ্য চায় ১০টি মিউচ্যুয়াল ফান্ড

mutualfundsস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ১০টি কোম্পানি লভ্যাংশ বিতরণের জন্য মার্চেন্ট ব্যাংকস ও ডিপোজটরি পার্টিসিপেন্টসদের কাছ থেকে মার্জিনধারীদের তালিকা চেয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মিউচ্যুয়াল ফান্ডগুলো হলো এ বি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড লি., পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ১ম মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও ইবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড।

বিও একাউন্টস ই-টিআইনের মাধ্যমে ১১ সেপ্টেম্বর রেকর্ড ডেটের পূর্বে তাদের ডিপি আপডেট করতে ইউনিট হোল্ডারদের অনুরোধ জানানো হয়েছে। ডিএসই সূত্রে জানা যায়, ইউনিটধারীদের রেকর্ড ডেটের পূর্বে ১০ সেপ্টেম্বরের মধ্যে ইমেইলের মাধ্যমে palash16@yahoo.com, zaman_gm@yahoo.com, palash@racebd.com অথবা সরাসির পুরানা পল্টন, ঢাকা-১০০০, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণী, ১৬৬-১৬৭, আল-রাজী কমপ্লেক্স (৩য় তলা), বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পিসিএলে তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *