মুন্নু ও স্ট্যান্ডার্ড সিরামিকের দর ও লেনদেন তদন্ত করবে বিএসইসি

bsecনিজস্ব প্রতিবেদক :

শেয়ার দর ও লেনদেন সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধির কারণে দুই কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বৃহস্পতিবার বিএসইসি এ তদন্তের নির্দেশ দেয়। কোম্পানি দুইটি হলো শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস্‌ খাতের কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে সূত্রে এ তথ্য জানা যায়। দুই সদস্য বিশিষ্ট কমিটির প্রধান করা হয়েছে বিএসইসির উপ-পরিচালক মুস্তারি জাহানকে। অন্য সদস্য হলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডেপুটি ম্যানেজার দেবাশিস রায়। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কমিশনের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ছিল ১৪৬ টাকা। গত ৬ সেপ্টেম্বর  সর্বশেষ তা ১২১৬ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে দর বেড়েছে ৭৩২.৮৭ শতাংশ।  গত ৮ আগস্ট কােম্পানির শেয়ার সংখ্যা ৫৬ হাজার ৪২০টি ছিল। গত ৬ সেপ্টেম্বর কােম্পানির শেয়ার সংখ্যা দাঁড়ায় ৩ লাখ ৯১ হাজার ৬১৫টি। এসময়ে শেয়ার লেনদেন বেড়েছে ৫৯৪.১০ শতাংশ।

গত ৮ আগস্ট মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ছিল ২৫২ টাকা। গত ৬ সেপ্টেম্বর সর্বশেষ তা ২৩৯১ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে দর বেড়েছে ৮৪৮.৮০ শতাংশ।  গত ৮ আগস্ট কােম্পানির শেয়ার সংখ্যা ১ লাখ ২১ হাজার ৮২টি ছিল। গত ৬ সেপ্টেম্বর কােম্পানির শেয়ার সংখ্যা দাঁড়ায় ৮ লাখ ৮৯ হাজার ৯৯৪টি। এসময়ে শেয়ার লেনদেন বেড়েছে ৬৩৫.০৩ শতাংশ।

কোম্পানি দুটির শেয়ার দর ও লেনদেন সংখ্যা অস্বাভাবিক বাড়ায় তাদের বিরুদ্ধে এই তদন্ত করবে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *