মোজাফফর হোসেন স্পিনিং মিল স্পিনিং ইউনিট বর্ধিত করবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিল লিমিটেড কারখানার রিন স্পিনিং ইউনিটটি বর্ধিত করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানিটির এক বোর্ড সভায় এই ইউনিট বাড়ানোর এই সিদ্ধান্ত গ্রহণ করে কোম্পানিটির পরিচালনা বোর্ড। দ্বিতীয় ধাপে এই ইউনিটের ১০,২০০টি মেশিন সংযুক্ত করা হবে।

একই সাথে কোম্পানিটি কারখানায় ২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বাড়াবে। এই দুই খাতে কোম্পানিটির বিনিয়োগ হবে প্রায় ৯০ কোটি টাকা।

এর মধ্যে ৭০ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবে। আর ২০ কোটি টাকা নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা হবে।

কারখানার রিন স্পিনিং ইউনিটটি বর্ধিত করা হলে কারখানার প্রতিদিন ৮ মেট্রিকটন করে সুতা উৎপাদন বাড়বে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *