মোবাইল ব্যাংকিং ঠেকিয়ে বাড়ছে রেমিটেন্স

bbস্টকমার্কেট প্রতিবেদক :

মোবাইল ব্যাংকিং ব্যবহার করে হুন্ডি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগের মধ্যে ব্যাংকিং চ্যানেলেও রেমিট্যান্স বাড়তে শুরু করেছে। গত নভেম্বর মাসে ব্যাংকের মাধ্যমে ১২১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আগের মাস অক্টোবরের তুলনায় যা চার দশমিক ৪৭ শতাংশ বেশি। আর আগের অর্থবছরের একই মাসের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ২৭ দশমিক ৬৭ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বরে) রেমিট্যান্স এসেছে ৫৭৭ কোটি ডলার। আগের অর্থবছরের প্রথম পাঁচ মাসে এসেছিল ৫২১ কোটি ডলার। সে বিবেচনায় রেমিট্যান্স বেড়েছে ৫৬ কোটি ডলার বা ১০ দশমিক ৭৬ শতাংশ।

এর আগে কমার ধারাবাহিকতার মধ্যে গত অর্থবছরে রেমিট্যান্স কমেছিল ১৪ দশমিক ৪৮ শতাংশ। তার আগের অর্থবছরে তা কমেছিল ২ দশমিক ৫৫ শতাংশ।

রেমিট্যান্স ধারাবাহিকভাবে কমার বিষয়ে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ব্যাপক উদ্বেগ রয়েছে। মোবাইল ব্যাংকিং ব্যবহার করে সহজে হুন্ডি হওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স কমছে বলে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পর্যবেক্ষণে উঠে এসেছে। এতে জড়িত থাকার প্রমাণ মেলায় গত ১৪ সেপ্টেম্বর মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের দুই হাজার ৮৮৭ এজেন্ট অ্যাকাউন্টের লেনদন স্থগিতের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। এছাড়া মানিলন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসবিরোধী আইন পরিপালনে ব্যর্থতার দায়ে কেন জরিমানা করা হবে না, জানতে চেয়ে গত ২২ নভেম্বর প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/শুভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *