যুক্তরাজ্যের কারখানা বন্ধ করে দিতে চায় হোন্ডা

hondaস্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাজ্যের সুইনডন শহরে নিজেদের গাড়ি তৈরির কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে জাপানভিত্তিক প্রতিষ্ঠান হোন্ডা। এর ফলে প্রায় সাড়ে তিন হাজার কর্মসংস্থান হারাবে যুক্তরাজ্য। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর ফলে যুক্তরাজ্যের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

গত বছর সুইনডনে ১ লাখ ৬০ হাজার হোন্ডা সিভিকস গাড়ি তৈরি হয়। যার ৯০ শতাংশই ইউরোপের দেশগুলোতে রপ্তানি হয়। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি হোন্ডা। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী থেরেসা মের মুখপাত্র জানান, আনুষ্ঠানিক ঘোষণার পর প্রতিক্রিয়া জানাবে যুক্তরাজ্য। তবে স্থানীয় এমপি জাস্টিন টমলিনসন হোন্ডার মুখপাত্রের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২২ সালে এই কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

জাস্টিন টমলিনসন বলেন, ২০২১ সাল নাগাদ কোনো ছাঁটাই বা উৎপাদনের কোনো পরিবর্তনের আশঙ্কা নেই। এক টুইট বার্তায় টমলিনসন বলেন, বৈশ্বিক চাহিদার পরিবর্তনের কারণে হোন্ডা এই সিদ্ধান্ত নিয়েছে। ব্রেক্সিটের জন্য নয়। চীনের চাহিদা কমে যাওয়ার কারণে গাড়ি শিল্প ভুগছে।

যুক্তরাজ্যের সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন সংগঠন ইউনাইট ইউনিয়ন বলছে, এই তথ্য যদি সঠিক হয় তবে তা হবে ‘শরীরের ঘা খোঁচানোর’ মতো।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *