রবি আজিয়াটা আইপিও প্রকল্প বাস্তবায়নে সময় বাড়াবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড আইপিও অর্থে গৃহীত প্রকল্প বাস্তবায়নের জন্য সময় বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কোম্পানিটি একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এই সভায় রবি আজিয়াটা লিমিটেডের এই ইজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে।

ইজিএমটি আগামী ২৪ জানুয়ারি বেলা ৩ টায় অনলাইনে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ৩০ ডিসেম্বর।

রবি আজিয়াটার আইপিও আবেদন গত বছর ২৩ নভেম্বর পর্যন্ত শেষ হয়। এরআগে গত ২৩ সেপ্টেম্বর ৭৪১তম নিয়মিত সভায় রবির এই আইপিও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্রে জানা যায়, কোম্পানিটি শেয়ারবাজারে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি সাধারণ শেয়ার ছেড়ে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করে।

তবে আইপিও শেয়ারের মধ্যে ১৩ কোটি ৬০ লাখ ৫০ হাজার ৯৩৪টি শেয়ার কোম্পনির কর্মকর্তা কর্মচারিদের মধ্যে ইস্যু করে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি নিজস্ব নেটওয়ার্কস সম্প্রসারণ ও আইপিও খরচ খাতে ব্যয় করার ঘোষণা দেয় কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *