রমজানে সাশ্রয়ী দামে খাদ্যপণ্য পাবে এক কোটি পরিবার : বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে রমজান মাসে এক কোটি হতদরিদ্র পরিবারকে টিসিবির মাধ্যমে সাশ্রয়ী দামে পিয়াজ, তেল, ডাল, চিনি, খেজুর ও ছোলা দেওয়া হবে। ’

আজ রবিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ৫০ লাখ নয়, এক কোটি পরিবারকে সেই ব্যবস্থায় আনতে। আমরা সরকারিভাবে চেষ্টা করছি রমজানকে সামনে রেখে এক কোটি পরিবারকে পেঁয়াজ, তেল, ডাল, চিনি এ ধরনের পণ্য সাশ্রয়ী দামে দেব।

আগে যেভাবে টাকাটা দেওয়া হয়েছে সেই লিস্ট তো আছে। প্রতিটি ইউনিয়নে টিসিবির মাধ্যমে ওপেনিং করা হবে সেখান থেকে তারা কালেক্ট করে দেবে। যে চারটা পণ্য আমরা দেই সেটার সঙ্গে রমজান মাসে খেজুর ও ছোলা যোগ হবে। ’
টিপু মুনশি বলেন, ‘এটা সত্যি কথা যে, মানুষের কষ্ট হচ্ছে।

আমরা চেষ্টা করছি, সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে সেটা সাধারণ মানুষকে দেওয়া। ’

সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোজ্যতেলের দাম আমরা বাড়িয়েছি। কারণ, ৯০ শতাংশ তেল আমরা ইমপোর্ট করি। আন্তর্জাতিক বাজারে সেই ভোজ্য তেলের দাম বেড়েছে।

কন্টেইনার ভাড়া বেড়েছে এর সঙ্গে সামঞ্জস্য রেখে যদি আমরা ঠিক না করে দিই তাহলে তো ব্যবসায়ীরা তেল আনবেই না। ’
পিয়াজের দাম বাড়ার বিষয়ে জানতে চাওয়া হলে টিপু মুনশি বলেন, ‌‘এর উল্টোটা যদি বলি, পিয়াজের দাম ২৫ টাকা হয়ে গেল কেন? সেখানেও কিন্তু কৃষকরা বলছেন, পিয়াজ কিন্তু আমরা রাস্তায় ফেলে দেব। এটা কাঁচামাল তো দুই দিন যদি ট্রান্সপোর্ট বন্ধ থাকে এটার দাম কিন্তু বেড়ে যাবে। ’

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *