কর আদায়ে চোর-পুলিশ সংস্কৃতি চলছে দেশে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কর আদায়ে চোর-পুলিশ সম্পর্কের সংস্কৃতি চলছে দেশে। নিবর্তনমূলক আদায় পদ্বতি এবং অন্যায্য কর কাঠামোর কারণে করদাতাদের মধ্যে এক ধরনের ভীতি আছে। এ থেকেই ফাঁকির প্রবণতা তৈরি হয়েছে। করের অর্থের সঠিক ব্যবহারের বিষয়ে সন্দেহের কারণেও করদাতাদের মধ্যে হতাশা আছে। এসব কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী কর আদায় সম্ভব হচ্ছে না।

খসড়া আয়কর আইনের মূল্যায়ন সংক্রান্ত এক ওয়েবিনারে শনিবার এই পর্যবেক্ষণ দিয়েছেন বিশেষজ্ঞরা। করদাতাদের অহেতুক সন্দেহ না করা, কর্মকর্তাদের আরও ইতিবাচক হওয়ার কথা বলেছেন তারা। কর প্রশাসনের আরও উদারতা এবং দক্ষতা বাড়ানো খুব প্রয়োজন। খসড়া কর আইন চূড়ান্ত করার ক্ষেত্রে এ বিষয়গুলোতে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। আইনটিকে আরও আধুনিক, সহজ, যুগোপযোগী করতে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়ার ওপর জোর দিয়েছেন তারা।

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) অনলাইন প্ল্যাটফর্মে এ আয়োজন করেছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. এম সামসুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ফিড দ্য ফিউচার বাংলাদেশের প্রধান মার্ক শিমান। বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সভাপতি ড. মোহাম্মদ আবদুল মজিদ, সংস্থার সাবেক সদস্য মোঃ আলমগীর হোসেন প্রমুখ। আইবিএফবির সভাপতি হুমায়ুন রশিদ সভাপতিত্ব এবং সভা সঞ্চালনা করেন।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *