রমজান মাসে নিত্য পণ্যের চাহিদা কমতে পারে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাজারে পণ্যমূল্য বেশি থাকায় আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা আগের বছরের তুলনায় ২০ শতাংশ কমতে পারে।

নিত্যপণ্যের দাম ও বাজার পরিস্থিতি নিয়ে আজ রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্সের বৈঠকে এমন আভাস দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, গম আমদানি কমে যাওয়ায় আটার রুটি ও বিস্কুট তৈরিতে ইতোমধ্যে ভোজ্যতেল ও চিনির ব্যবহার কমে গেছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে গত সাড়ে ৮ মাসে সরকারি ও বেসরকারি পর্যায়ে গমের মোট আমদানি হয়েছে ২১ দশমিক ৫৮ লাখ টন। ২০২১-২২ অর্থবছরের একই সময়ে গম আমদানি হয়েছিল এর প্রায় দ্বিগুণ ৪০ দশমিক ১২ লাখ টন।

গম আমদানি কম হওয়ায় ভোজ্যতেলের ব্যবহার কমবে বলে আশা করছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৈঠকে জানানো হয়, দেশে বর্তমানে ৩ লাখ ২ হাজার ১৬০ টন ভোজ্যতেলের মজুদ আছে। রমজানের সাধারণ চাহিদার চেয়ে মজুদের পরিমাণ কিছুটা বেশি আছে।

আরও ২ লাখ ৭৫ হাজার টন ভোজ্যতেল আমদানি প্রক্রিয়াধীন আছে বলেও বৈঠকে জানানো হয়।

তবে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বর্তমান চিনির মজুদ রমজানের মোট চাহিদার চেয়ে কম।

বাণিজ্য মন্ত্রণালয়ের ধারণা, রমজানে চিনির চাহিদা দ্বিগুণ হয়ে ৩ লাখ টনে দাঁড়াতে পারে, যেখানে দেশে চিনির মাসিক গড় চাহিদা দেড় লাখ টন।

স্টকমার্কেটবিডি.কম//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *