রাইটের উদ্বৃত্ত অর্থে যন্ত্রপাতি আমদানির পরিকল্পনায সাইফ পাওয়ারটেক

SAIF powerস্টকমার্কেট প্রতিনিধি :

ব্যাংক ঋণ পরিশোধের পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ১৭৪ কোটি ৪৪ লাখ টাকা সংগ্রহ করে সাইফ পাওয়ারটেক লিমিটেড। তবে রাইট ইস্যুর ৮ মাসের মাথায় কোম্পানিটি জানায়, ব্যাংক ঋণ ও রাইট ইস্যু প্রক্রিয়ার খরচ বাবদ ১ কোটি ৭৯ লাখ টাকা উদ্বৃত্ত রয়েছে তাদের। এ অর্থে মূলধনি যন্ত্রপাতি আমদানির পরিকল্পনা করেছে কোম্পানির পর্ষদ। এজন্য অর্থ ব্যবহার পরিকল্পনা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে তারা।

গতকাল পর্ষদ সভায় এ সিদ্ধান্তের পর সাইফ পাওয়ারটেকের কোম্পানি সচিব এফ এম সালেহীন জানান, রাইটের টাকা থেকে ৫৭ কোটি ৫০ লাখ টাকা ব্যাংক ঋণ পরিশোধের কথা ছিল। তবে নিয়মিত ঋণ পরিশোধের আওতায় এর মধ্যে ১ কোটি ৬০ লাখ টাকা রাইটের অর্থ হাতে পাওয়ার আগেই পরিশোধ করা হয়ে যায়। এতে ব্যাংক ঋণ পরিশোধ বাবদ রাইটের অর্থ থেকে প্রকৃতপক্ষে খরচ হয়েছে ৫৫ কোটি ৮৯ লাখ টাকা। তাছাড়া রাইট শেয়ার ইস্যুর খরচ বাবদ ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা থাকলেও এ খাতে ব্যয় হয়েছে ২ কোটি ৩১ লাখ টাকা। ফলে দুই খাতে উদ্বৃত্ত থাকা ১ কোটি ৭৯ লাখ টাকা মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পর্ষদ। এজন্য রাইটের অর্থ ব্যয়ের পরিকল্পনা সংশোধন করতে চায় কোম্পানি।

জানা গেছে, রাইটের অর্থ ব্যয়ের জন্য ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা নির্ধারিত রয়েছে। এরই মধ্যে ব্যাংক ঋণ ও রাইটের খরচ বাবদ শতভাগ অর্থ ব্যয় হয়েছে। তবে যন্ত্রপাতি ও ব্যাটারি প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ এখনো পুরোপুরি ব্যয় করেনি কোম্পানিটি।

উল্লেখ্য, ৫৯৫তম কমিশন সভায় সাইফ পাওয়ারটেকের রাইট প্রস্তাব অনুমোদন করে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ১৫ টাকা দরে (শেয়ারপ্রতি ৫ টাকা প্রিমিয়ামসহ) বিদ্যমান প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ইস্যু করে সাইফ পাওয়ারটেক। এ প্রক্রিয়ায় ১১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৩৪৮টি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৭৪ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ২২০ টাকা উত্তোলন করে কোম্পানিটি।

এ অর্থে ব্যাংক ঋণ পরিশোধের পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়। ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে মূলত তাদের চলমান ব্যাটারি প্রকল্পের কলেবর বাড়ানো এবং মেশিনারিজ আমদানি করছে সাইফ পাওয়ারটেক।

এদিকে, চলতি বছরের ৫ আগস্ট থেকে গাজীপুরের পূবাইলে অবস্থিত সাইফ পাওয়ারটেকের ব্যাটারি প্রকল্পে উত্পাদন শুরু হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *