রাজধানীতে চলছে বাংলাক্রাফটের হস্তশিল্প প্রদর্শনী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে রাজধানীর পান্থপথের ফেয়ার দিয়া কমপ্লেক্সে বাংলাক্রাফটের অফিসে পাঁচদিন ব্যাপী দেশের হস্তশিল্পের অগ্রযাত্রাকে তুলে ধরতে হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করেছে। বুধবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাক্রাফটের সভাপতি গোলাম আহসান।

আয়োজকরা জানান, এ প্রদর্শনীতে হস্তশিল্পের প্রায় ২০০টি পণ্য স্থান পেয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই চলবে। দেশের ঐতিহ্য, সংস্কৃতির বিকাশ ও দারিদ্র বিমোচনের হাতিয়ার হিসেবে সত্তরদশক থেকে জাতীয় অর্থনীতিতে হস্তশিল্প বিশেষ অবদান রেখে আসছে। এই শিল্পের সঙ্গে গ্রাম পর্যায়ের লাখ লাখ কারুশিল্পী জড়িত রয়েছেন। তাদের জীবিকা এই শিল্পের মাধ্যমে নির্বাহ হচ্ছে।

বাংলাক্রাফট এর সাথে ৪৮৫ টি হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান যুক্ত আছে এবং প্রায় ৯২ টি প্রতিষ্ঠান তাদের পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করে। বছরে প্রায় ২০ মিলিয়ন ডলারের পণ্য বিদেশে রপ্তানি করে সংগঠনটির সাথে থাকা প্রতিষ্ঠানগুলো।

বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বাংলাক্রাফট) তথ্য মতে, দেশে বছরে হস্তশিল্পের অভ্যন্তরীণ বাজার প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা এবং করোনাকালীন সময়ে বিদেশে হস্তশিল্পের পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪৮ শতাংশ।

বাংলাক্রাফট এর সাথে ৪৮৫ টি হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান যুক্ত আছে এবং প্রায় ৯২ টি প্রতিষ্ঠান তাদের পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করে। বছরে প্রায় ২০ মিলিয়ন ডলারের পণ্য বিদেশে রপ্তানি করে সংগঠনটির সাথে থাকা প্রতিষ্ঠানগুলো।

শতভাগ দেশীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি পণ্য রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে হস্তশিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। হস্তশিল্প পণ্য প্রদর্শনীর মাধ্যমে সকল শ্রেণির ক্রেতাদেরকে আমাদের পণ্যের বিষয়ে ব্যাপকভাবে পরিচিত করতে এবং সচেতন করতে সক্ষম হবেন বলে আশা করেন আয়োজকরা।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *